You have reached your daily news limit

Please log in to continue


হিটলারের ছবি শেয়ার করায় ২৯ জার্মান পুলিশ বরখাস্ত

চ্যাটবক্সে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের ছবি শেয়ার করায় ২৯ জন পুলিশকে বরখাস্ত করছে জার্মানি কর্তৃপক্ষ। ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানায়, জার্মানিতে দায়িত্ব অবহেলা ও বর্ণবাদের অভিযোগে বেশ কিছু পুলিশকর্মীর বাড়ি ও ব্যুরোতে তল্লাশি চালানো হয়। এসেন ও নর্থ রাইন ওয়েস্টফেলিয়ার ওই অভিযানে ২৯ জন বিতর্কিত পুলিশকে চিহ্নিত করা হয়। যাদের চ্যাটবক্সে পাওয়া যায় হিটলারের ছবি। ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তাঁদের ব্যবহার করা পাঁচটি গ্রুপ চ্যাট বের করা হয়। সেখানে দেখা যায়, বর্ণবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত এসব পুলিশ সদস্য। তাঁরা নিজেদের মধ্যে হিটলারের ছবি শেয়ার করেন এবং গ্যাস চেম্বারে শরণার্থীকে মারার কাল্পনিক ছবি নিয়
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন