‘হিল্লো মিলেবো জুমত যায় দে, জুমত যায় দে, যাদে যাদে পধত্তুন পিছ্যা ফিরি রিনি চায়, শস্য ফুলুন দেঘিনে বুক্কো তার জুড়ায়।’ জুমের পাকা ধানের সোনালি ফসল তুলতে গিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা এ গান গেয়ে তাকে। গানের সুরে সুরে মাতিয়ে তুলে পাহাড়। আর ফসল তোলার কাজ শেষ করে বসে গানের আসর।
জুমের ফসল দেখে উৎসব করা এটা পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্য। এবারও তেমন ভিন্ন চিত্র নেই। তবে করোনার কারণে আনুষ্ঠানিক কোন নবান্ন উৎসব না হলেও আনন্দের কমতি নেই জুমিয়া পরিবারের। অন্যদিকে পাহাড়ে শুরু হয়েছে জুম তোলার ধুম। ফলনও হয়েছে বাম্পার। তাই ব্যস্ত সময় পার করছেন জুমিয়ারা। সবুজের আড়ালে সোনালি রঙের হাসি। পাহাড়ের ভাঁজে ভাঁজে থুকাই থুকাই ঝুলছে ধান। পার্বত্যাঞ্চলের পাহাড়ে জুড়ে দেখা মিলছে এখন এমন চিত্র।