কৃষ্ণগহ্বর, মহাজাগতিক নানা তত্ত্ব, বহির্বিশ্বের প্রাণ সহ নানা ক্ষেত্রকে নিজের বিজ্ঞান বোধ দিয়ে আলোকিত করেছেন পদার্থবিদ্যায় এযুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী স্টিফেন হকিং। জীবনে তিন চতুর্থাংশ সময় তিনি অসুস্থ হয়ে কাটিয়েছেন। তা সত্ত্বেও তার বিজ্ঞান চেতনা সারা বিশ্বকে আলোকিত করেছে। নির্বাক হকিং পদার্থবিদ্যার নানা জটিল বিষয় সহজভাবে সাধারণ মানুষকে বলার চেষ্টা করেছেন। বর্তমানে বিজ্ঞান সর্ম্পকে টুকটাক ধারণা রাখেন এমন কাউকে যদি কয়েকজন পর্দাথবিজ্ঞানীর নাম বলতে বলা হয় স্টিফেন হকিং এর নাম তার মধ্যে থাকবেই। তিনি লিখেছিলেন "এ ব্রিফ হিস্টোরি অব টাইম" (A Brief History of Time)। সব শারীরিক বাধা উপেক্ষা করেই যার মস্তিষ্ক করেছিল নানা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা। চলুন আজ জেনে নেই তার সর্ম্পকে অজানা কিছু তথ্য-