কুড়িগ্রামে ধরলার পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপরে

প্রথম আলো প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৯

অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলাসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। ধরলা নদীর পানি সদরের সেতু পয়েন্টে বেড়ে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। পানি বৃদ্ধির ফলে নদ-নদী অববাহিকার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তীব্র স্রোতে সদর উপজেলার যাত্রাপুর, ভোগডাঙা, ঘোগাদহ ও হোলখানা, নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ও নুনখাওয়া, ফুলবাড়ী উপজেলার চর মেকলী, ভূরুঙ্গামারী উপজেলার ইসলামপুর ও চিলমারী উপজেলায় চর বজরাসহ জেলার ১৩টি স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। চর মেকরীতে খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকা মসজিদ ভাঙনের মুখে পড়েছে। এসব স্থানে শত শত বিঘা ফসলি জমি, কাঁচা-পাকা সড়ক, নদী তীর রক্ষা বাঁধ ভেঙে যাচ্ছে। স্থানীয় লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us