ঠাসা ভিড়। সেচ্ছাসেবী সংগঠন, আইনজীবীদের স্লোগানে গমগম করছে আদালত চত্বর। করোনার আতঙ্কের লেশমাত্র নেই। বিকেল চারটে নাগাদ আইনজীবী রজত দে খুনের ঘটনায় স্ত্রী অনিন্দিতাকে যাবজ্জীবন সাজা শোনালেন বিচারক। কিন্তু অনিন্দিতার চোখে-মুখে অনুতাপের কোনও ছাপ ধরা পড়ল না। আদালতের বাইরে বেরিয়েও ক্ষোভ উগরে দিলেন তিনি।