গাজীপুর মহানগরীতে ব্যাংকে ঢুকে পাইপ বোমার ভয় দেখিয়ে টাকা লুটের চেষ্টার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশনে অবস্থিত বেসরকারি প্রাইম ব্যাংকে এ ঘটনা ঘটে।আটক আবু বকর হাওলাদার (৩২) বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার বিশারীঘাটা গ্রামের মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে।