ভারত সরকার নিয়মবহির্ভূতভাবে হঠাৎ করে পেঁয়াজ রপ্তানী বন্ধের কারণে বগুড়ায় পেঁয়াজের বাজার অস্থিতিশীল হওয়ার একদিন পরই কিছুটা স্থিতিশীল হয়েছে। সোমবার পেঁয়াজ বোঝাই ট্রাক দেশের বিভিন্ন স্থলবন্দরে বন্ধের পরদিন মঙ্গলবার বগুড়ায় প্রতিকেজি পেঁয়াজ কেনাবেচা হয়েছে ১০০ টাকা পর্যন্ত।
তবে দিল্লীতে দু’দেশের উচ্চ পর্যায়ে বৈঠকের পর পেঁয়াজবোঝাই ট্রাক ছেড়ে দেয়ার আশ্বাস এবং জেলা প্রশাসনের তদারকির কারণে বুধবার বগুড়ায় পাইকারী বাজারে প্রতিকেজি পেঁয়াজ কেনাবেচা হয় ৮০ টাকা থেকে ৯০টাকা দরে।