রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর সৎভাইয়ের বিরুদ্ধে। আজ বুধবার সকাল সাতটার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওই শিক্ষার্থীর নাম হাফিজুর রহমান। তিনি উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের আজাহার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান করোনার কারণে কয়েক মাস ধরে নিজ বাড়িতে মা ও ভাইয়ের সঙ্গে অবস্থান করছেন।