একজন নারী এমপি বাচ্চা জন্মদানের ঠিক দু’দিন আগে সংসদে এসেছেন হুইল চেয়ারে করে। ধৈর্য নিয়ে পার্লামেন্টের আলোচনা শুনছেন এবং অংশ নিচ্ছেন। নিজের সিজার অপারেশনের তারিখ পিছিয়ে দিয়েছেন শুধু ব্রেক্সিট ইস্যুতে ভোট দেবেন বলে। আর এটি নিয়েই ব্রিটেনজুড়ে আলোচনার ঝড় উঠল। মানুষের জন্য রাজনীতি। রাজনীতির জন্য মানুষ নয়।
পার্লামেন্টের নিয়ম দিয়ে একজন দেশ সেবকই শুধু নয়, একজন মা ও শিশুর ভবিষ্যৎ বিপন্ন করা চলে না। তবে ব্রেক্সিটের মতো বিষয়কেওতো গুরুত্ব না দিলে চলে না। তাই ওই সংসদ সদস্যের ঘটনা জন্ম দিল প্রক্সি ভোট দেওয়ার মতো নতুন নিয়ম। এখন ব্রিটেনের সংসদ সদস্যরা অসুস্থ হলে তার শারীরিকভাবে উপস্থিত হয়ে ভোট দেবার দরকার নেই, তার বদলে নির্ধারিত আরেকজন সেই ভোট দিয়ে দিতে পারবেন। ব্রিটেনের এই আলোচিত সংসদ সদস্য হচ্ছেন টিউলিপ সিদ্দিক।