ফেসবুকের যেকোনো ব্যবহারকারী এবার স্বেচ্ছায় ‘কার্টুন’ হওয়ার সুযোগ পাচ্ছেন। টাইটানিক খ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরনের থ্রি-ডি মুভি ‘অ্যাভাটার’ চলচ্চিত্রটির নামে একটি ফিচার এনেছে ফেসবুক। এটির কাজ হলো অ্যানিমেটেড ছবি তৈরি করা।
এ ফিচার দিয়ে ফেসবুক ব্যবহারকারীরা একটি চরিত্র ডিজাইন করার জন্য কয়েকটি মুখ এবং আউটফিটের বিকল্প পাবেন। ব্যবহারকারীরা এ ফিচারের মাধ্যমে নানা ধরনের চুলের স্টাইল, মুখের শেপ এবং দারুণ দারুণ ড্রেস সেট করতে পারবেন। ‘অ্যাভাটার’ ফিচারটি এরইমধ্যে ভারতে চালু করেছে ফেসবুক।