আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার হস্তান্তর

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৬

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৮ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় পুরস্কার প্রাপ্তদের উপস্থিতিতে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনায় অনলাইনে এক প্রাণবন্ত জুম মিটিংয়ের মাধ্যমে পুরস্কার প্রাপ্তরা নিজেদের অনুভুতি প্রকাশ করেন। এসময় আলোচনায় উঠে আসে উনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ট বাঙালি কবি মাইকেল মদুসূদন দত্ত ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের অজানা বিভিন্ন কথা।

এর আগে গত ১৭ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জনপ্রিয় কথাসাহিত্যিক, কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলনকে ‘মায়ানগর’ উপন্যাসের জন্য, গবেষক ও লেখক গোলাম মুরশিদকে ‘বিদ্রোহী রণক্লান্ত নজরুল-জীবনী’র জন্য আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৮ ঘোষণা করা হয়। এছাড়াও সংস্কৃতি ক্ষেত্রে আজীবন অবদানের জন্য জনপ্রিয় উপস্থাপক ও নাট্য ব্যাক্তিত্ব রামেন্দু মজুমদারকে আইএফআইসি ব্যাংক সংস্কৃতিরত্ন সম্মাননা ২০২০ ঘোষণা করা হয়।

জুম মিটিংয়ের শুরুতে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার স্বাগত বক্তব্য দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us