খিচুরি রান্না শিখতে বিদেশ ভ্রমণ নতুন তামাশা: রিজভী
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৪
মোটা অংকের বৈদেশিক মুদ্রা ব্যয় করে ‘ফালতু কাজে’ সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো ‘মিডনাইট নির্বাচনে’ সহায়তার উপঢৌকন বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ মন্তব্য করেন।
তিনি বলেন, খিচুড়ি রান্নার প্রশিক্ষণের জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো হচ্ছে। ইতিপূর্বে পুকুর খননের প্রশিক্ষণের জন্য, পাবদা মাছ চাষের প্রশিক্ষণ নিতেও তাদের বিদেশ পাঠানো হয়।
“এসব অভিনব ও হাস্যকর তামাশা কেবলমাত্র শেখ হাসিনার আমলেই সম্ভব। আবহমানকাল ধরেই ওইসব বিষয়ে সাধারণ মানুষ রপ্ত। সেসব বিষয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ পাঠানোতে একটি প্রবাদ মনে পড়ে যায়- ‘সরকারি মাল দরিয়া মে ঢাল’।