গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো করোনাভাইরাসে মৃত্যুবিহীন দিন পাড় করল অস্ট্রেলিয়া। দেশটিতে মঙ্গলবার করোনায় কোনও প্রাণহানির রেকর্ড হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসী বার্তাসংস্থা এএফপি।
এতে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির প্রকোপ কমে আসায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে লকডাউনও শিথিল করা হয়েছে। এএফপির পরিসংখ্যান বলছে, গত ১৩ জুলাইয়ের পর প্রথমবারের মতো মঙ্গলবার অস্ট্রেলিয়ায় করোনায় কারও মৃত্যু হয়নি।