আগামী ৩০ বছরে সাব-সাহারান আফ্রিকার জনসংখ্যা দ্বিগুণ হয়ে দুই শ কোটিতে পৌঁছাবে এবং এই অঞ্চলের অর্থনীতি শিল্পায়নভিত্তিক হয়ে উঠবে। এ কারণে বিশ্বের ভবিষ্যৎ স্থিতিশীলতা, অগ্রগতি ও স্বাস্থ্য পরিস্থিতির ক্ষেত্রে আফ্রিকার উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে বিবেচনা করলে এই মহাদেশের প্রতি আরও বেশি আন্তর্জাতিক মনোযোগ দরকার।
বিশ্ব অনেক দিক থেকে যে খুবই নাজুক অবস্থায় রয়েছে, কোভিড-১৯ মহামারির মধ্য দিয়ে তা সামনে এসেছে। বিশেষ করে মহামারি মোকাবিলায় দেশগুলোর যারপরনাই সমন্বয়হীনতা, দরিদ্র দেশগুলোকে সহায়তা করতে না পারা, দরিদ্র দেশগুলোর মানুষের আর্থিক বিপর্যয় ঠেকাতে পর্যাপ্ত অর্থ সরবরাহ না করাসহ স্বাস্থ্যসেবা–সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণে চরম ব্যর্থতা প্রমাণিত হয়েছে। বিশ্বনেতাদের এখন এই দিকগুলোর দিকে নজর দেওয়ার সময় এসেছে।