স্মার্টফোনে অ্যাপ্লিকেশন ছাড়া কাজ করা যায় না। সবার স্মার্টফোনেই বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো আমাদের রোজকার জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বেশিরভাগ অ্যাপই গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়। কিন্তু এই সমস্ত অ্যাপ যে খুব সুরক্ষিত তা নিশ্চিতভাবে বলা যায় না! এমনিতে প্রায়ই ভুয়া অ্যাপ বা ম্যালিশিয়াস অ্যাপের কথা আমাদের সামনে আসে।
শুধু তাই নয় নানা অ্যাপ্লিকেশন, ইউজারের ব্যক্তিগত তথ্য এমনকি ব্যাংকিং ডিটেইলস চুরি করে এমন কথাও বিভিন্ন সময়ে শোনা যায়। গুগল এই ধরনের ভুয়া অ্যাপ্লিকেশনগুলো চিহ্নিত করতে এবং প্লে স্টোর থেকে সেগুলোকে সরাতে বেশ কয়েকটি সিকিউরিটি চেক সিস্টেম যুক্ত করেছে। কিন্তু, অনেক সময়েই বিভিন্ন ইমপ্লাস্টার অ্যাপ, গুগলের সিকিউরিটি সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কার্যসিদ্ধি করে।