ভিয়েতনামে পুলিশ হত্যার ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:০৮
ভিয়েতনামে ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে তিন পুলিশ হত্যার ঘটনায় তাদের ভূমিকার জন্য দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।এ হত্যা মামলায় আরও ২৭ ব্যক্তিকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে শুরু করে ১৫ মাসের প্রবেশন দেওয়া হয়েছে। প্রবেশনের সময় তারা কারাগারের বাইরে থাকলেও পর্যবেক্ষণে রাখা হবে। প্রবেশনের শর্ত ভাঙলে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আদালত। খবর বিবিসিরপুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে লে ডিন কং ও তার ছোট ভাই লে ডিন চাক মূল পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা পালন করেছিলেন।
তাদের বাবা, অবসরপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তা লে ডিন কিন (৮৪) পুলিশের গুলিতে মারা যান।রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে সামরিক বাহিনীর একটি বিমান ক্ষেত্রের পাশে জমি অধিগ্রহণ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে গ্রামবাসীদের বিরোধ শুরু হয়। ওই জমি ঘিরে দেয়াল তোলার সময় গ্রামবাসীরা বাধা দেয়। কিন্তু কর্তৃপক্ষ নির্মাণকাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে।