খোলা আকাশের নিচে বিশ্ববিদ্যালয়ের সোয়া কোটি টাকার বেড
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৭
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আবাসিক হলের প্রায় ৮০০টি স্টিলের বেড পড়ে আছে খোলা আকাশের নিচে। ফলে নষ্ট হচ্ছে বেডগুলো। যার বাজারমূল্য সোয়া কোটি টাকারও বেশি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র ক্রয় করায় এবং সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মূলত স্টিলের এই বেডসহ অনেক আসবাবপত্রই নষ্ট হচ্ছে।