করোনাভাইরাস ভ্যাকসিন দৌড়ে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন বা ইইউএ শব্দটির অনেক ব্যবহার দেখা যাচ্ছে। তবে জরুরি ব্যবহারের অনুমোদনের বিষয়টি আসলে কী এবং এটা কীভাবে ভ্যাকসিনের ক্ষেত্রে প্রয়োগ হয়? কোনো ভ্যাকসিন প্রার্থীকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া উচিত কিনা বা শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন না করে অনুমোদনের বিষয়ে প্রচুর উদ্বেগ ও বিতর্ক রয়েছে।
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) ওয়েবসাইট অনুসারে, জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে অনুমোদনহীন মেডিকেল পণ্যগুলো যত দ্রুত সম্ভব উপলব্ধ করতে বিকল্প উপায় হলো ইইউএ। সুতরাং ইইউএ হলো স্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে কঠোর পরীক্ষা ও তদন্ত ছাড়া নির্দিষ্ট ব্যবহারের জন্য সম্ভাব্য সহায়ক মেডিকেল পণ্য পাওয়ার প্রক্রিয়াটি ত্বরান্বিত করা।