'সুখ তুমি কী বড় জানতে ইচ্ছে করে'...জনপ্রিয় এই বাংলা গানের কলিটির মতো অনেকেই হয়তো সুখের সংজ্ঞা খুঁজে ফেরেন।করোনাভাইরাস মহামারির এই সময়ে সেই সুখের সংজ্ঞা, সুখী হওয়ার উপায়ও বদলে গিয়ে থাকতে পারে।বাংলাদেশে মহামারি শুরুর ছয় মাস পর অনেক কিছু স্বাভাবিক হয়ে এলেও শিক্ষাঙ্গন এখনো স্থবির হয়ে আছে।এমন পরিস্থিতিতে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা কী করছে? তাদের সুখ বা আনন্দের ধারণায় কোন পরিবর্তন এসেছে কি?