পুলিশ হেফাজতে মৃত্যু: ‘২০ লাখ টাকায় আপোষের প্রস্তাব দিয়েছিল’
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:০২
পুলিশের বিরুদ্ধে মামলা করার পর একের পর এক ভয়ভীতি, প্রলোভন, হুমকি-ধামকির ভেতর দিয়ে যেতে হয়েছে বাদী ইমতিয়াজ হোসেন রকি ও তার পরিবারকে। তারপরেও ভাই হত্যার বিচারের দাবি থেকে তারা সরে আসেননি। অবশেষে সাড়ে ছয় বছর পর সেই মামলার রায় হয়েছে।
২০১৪ সালে পুলিশের হেফাজতে মোহাম্মদ জনি নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গত ৯ই সেপ্টেম্বর ৫ জন আসামীর মধ্যে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অপর দুই জনকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
পুলিশের বিরুদ্ধে হেফাজতে মৃত্যু মামলার প্রথম রায় পেতে কি ধরণের চ্যালেঞ্জ পার করতে হয়েছে? বিবিসি বাংলার কাছে সেই বর্ণনা তুলে ধরেছেন মামলার বাদী ইমতিয়াজ হোসেন।