লকডাউন-আনলক মিলিয়ে ৬১,৯৭৮ টন পার্সেল ফেরি করেছে সেনট্রাল রেল
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১০:২২
জুলাই মাসেই রেল মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল আগামীদিনে মোট ১০৯টি রুটে বেসরকারি ট্রেন চালানোর জন্যে প্রয়োজনীয় কাজ শুরু করে দেওয়া হয়েছে। মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘ভারতীয় রেলওয়ে নেটওয়র্কে যে সব যাত্রীবাহী ট্রেন চলাচল করে, সেখানে বেসরকারিকরণ এটাই হবে প্রথম পদক্ষেপ।
২৫ মার্চ থেকে সারা দেশে শুরু হয়েছিল করোনা সংক্রমণ রোধে পূর্ণ লকডাউন। জুন মাস থেকে ধাপে ধাপে আনলক চালু হয়। এই গোটা সময়ের মধ্যে সেনট্রাল রেলওয়ে ৬১,৯৭৮ টন পার্সেল চালান করেছে। সেপ্টেম্বর ১০ তারিখ পর্যন্ত এই তথ্য পাওয়া গিয়েছে। পার্সেলের মধ্যে একদিকে যেমন ছিল ওষুধ, ফার্মা প্রডাক্ট তেমনই ছিল খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।