শান্তি আলোচনার মধ্যেই আফগান বাহিনী-তালেবান সংঘাত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

আফগানিস্তানে শান্তি ফেরাতে একদিকে শুরু হয়েছে আলোচনা, অন্যদিকে চলছে লড়াই। কাতারের দোহায় আলোচনার মধ্যেই আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছে তালেবান। আফগানিস্তানে ১৯ বছরের যুদ্ধের অবসান ঘটাতে কাতারের উদ্যোগে শনিবার থেকে দোহায় আফগান সরকারের প্রতিনিধি দল ও তালেবান প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে।

ওই বৈঠকে যুদ্ধের ‍অবসান ঘটিয়ে শান্তি ফেরানোর উপায় খোঁজা হবে। এমনটাই আশা করছে সবাই। কিন্তু বৈঠক শুরু হতে না হতেই আফগান বাহিনীর সঙ্গে তালেবানের সংঘাতে আফগান কর্মকর্তারা হতাশা প্রকাশ করেছেন।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়েরে মুখপাত্র ফাওয়াদ আমান বলেন, ‘‘আন্ত-আফগান আলোচনা শুরু হওয়ার পর আমরা আশা করেছিলাম তালেবান তাদের হামলার সংখ্যা কমিয়ে আনবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দিন দিন তাদের হামলার সংখ্যা বাড়ছে।”

গত শুক্রবার শান্তি আলোচনা শুরুর আগে দিয়ে তালেবান গোষ্ঠী আফগানিস্তানজুড়ে সরকারি বাহিনী এবং প্রতিষ্ঠানের ওপর ১৮ টি হামলা চালিয়েছে এবং এতে অনেকে হতাহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us