শিশু মরিয়মকে খুঁজে পেয়েছে পরিবার

এনটিভি প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:০৫

পাঁচ বছরের ছোট্ট শিশু মরিয়ম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে হারিয়ে যায় গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে। ওই দিন সন্ধ্যায় রাজধানীর বিজয় স্মরণির মোড়ে একা একা দাঁড়িয়ে কাঁদছিল শিশুটি। পরে পুলিশ মরিয়মকে উদ্ধার করে তেজগাঁও থানা প্রাঙ্গণে অবস্থিত ঢাকা মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখে।

এ নিয়ে এনটিভি অনলাইন গতকাল শনিবার ‘রাস্তায় কাঁদছিল শিশুটি, স্বজনকে খুঁজছে পুলিশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে শিশুটির খোঁজ পেতে তেজগাঁও থানা পুলিশের মুঠোফোন নম্বর সংযুক্ত করে দেওয়া হয়।

আজ রোববার সকালে প্রতিবেদনটি মরিয়মের খালু জাহাঙ্গীর আলম ভূঁইয়ার বন্ধু আনোয়ার হোসেনের নজরে আসে। আনোয়ার বিষয়টি জাহাঙ্গীরকে জানানোর পর তিনি তেজগাঁও থানায় যোগাযোগ করেন। আজ দুপুরে থানায় গিয়ে মরিয়মকে সিদ্ধিরগঞ্জে নিয়ে চলে যায় তার পরিবার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us