ভেদ করতে পারবে না AK-47-এর গুলিও, সেনার হাতে যাচ্ছে 'ভাবা কবচ' জ্যাকেট!
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৮
নিজের জীবন বাজি রেখে সব সময় শত্রুপক্ষের মোকাবিলা করতে হয় তাঁদের। যে কোনও মুহূর্তে মৃত্যু যেন ওঁত পেতে থাকে। তাই সেনা জওয়ানদের কথা ভেবেই তাঁদের নিরাপত্তায় আরও জোর দিতে চাইছে কেন্দ্র। নিজের দেশকে সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নতুন অস্ত্রেরও ব্যবহার করে থাকে ভারতের সেনাবাহিনী। এবার সেনা জওয়ানদের সুরক্ষাতেই নতুন বুলেট প্রুফ জ্যাকেটের ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। এই অভিনব জ্যাকেটগুলি তৈরি করছে ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার। নতুন এই জ্যাকেটের নাম 'ভাবা কবচ'।
হায়দ্রাবাদের মিশ্র ধাতু নিগম মিধানিতে তৈরি করা হচ্ছে এই নতুন ধরনের জ্যাকেট। দ্য টাইমস অফ ইন্ডিয়া-য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বুলেট প্রুফ জ্যাকেট ছাড়াও সেনা বাহিনীর নিরাপত্তায় বুলেট প্রুফ যানও তৈরি করা হচ্ছে। সেইসঙ্গেই তৈরি করা হয়েছে বিশেষ ধরনের তাঁবু। ডিসেম্বর মাসে লাদাখের মতো একাধিক জায়গায় তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে নেমে যায়। সেখানে বিশেষ ধরনের তাঁবু পাঠানো হয়েছে, তার মধ্য একসঙ্গে ৮ থেকে১০ জন সেনা থাকতে পারবেন৷