ভারতীয় আয়কর বিভাগ মাদ্রাজ হাইকোর্টে এ আর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। অস্কারজয়ী এই সংগীত পরিচালকের বিরুদ্ধে ২০১১-১২ অর্থবছরে একটি বিশেষ আয়ের কর ফাঁকির অভিযোগ করা হয়েছে। তিন সপ্তাহের মধ্যে এর জবাবদিহি করতে বলা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সংগীত ব্যক্তিত্বকে।
২০১১ সালে লিবরা নামের একটি ব্রিটিশ মোবাইল কোম্পানির সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেন এ আর রহমান। কোম্পানিটির জন্য রিংটোন বানানোর দায়িত্বে ছিলেন এই সংগীতশিল্পী।