পৃথিবীর বেশির ভাগ মানুষই তাদের জীবদ্দশায় কোনো না কোনো সময় করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। অনেকে আঁতকে উঠতে পারে। তবে ভয়ের কোনো কারণ নেই। কেননা করোনাভাইরাস মানে শুধু এখনকার কভিড-১৯ নয়। এর আরো প্রায় এক শ ভাই-বোন আছে। করোনা পরিবারের সদস্যরা বেশির ভাগই প্রাণীদের বিশেষ করে বাদুড়, মুরগি, উট এবং বিড়াল জাতীয় প্রাণীকে আক্রান্ত করে। তবে মাঝে তারা প্রাণী থেকে মানুষে আবার মানুষ থেকে প্রাণীতে প্রবাহিত হয়।