সম্প্রতি একজন নারী স্বেচ্ছাসেবকের অসুস্থ হয়ে পড়ার কথা জানিয়ে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। গত বৃহস্পতিবার এই ভ্যাকসিনের প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, টিকা গ্রহণের পর জটিল স্নায়বিক সমস্যায় পড়েছিলেন ঐ নারী স্বেচ্ছাসেবক। তবে ক্রমশ তিনি সুস্থ হয়ে উঠছেন। স্বাস্থ্যবিষয়ক মার্কিস সংবাদমাধ্যম স্ট্যাট নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের ট্রায়ালের মধ্যে এক স্বেচ্ছাসেবকের অসুস্থ হয়ে পড়ার খবর সামনে আসায় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় অ্যাস্ট্রাজেনেকা। বিবৃতিতে জানানো হয়, সুরক্ষার জন্যই টিকার পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ রাখা হয়েছে। সমস্যা খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।