আইপিএলেই ডনের দেশের প্রস্তুতি: শামি

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫৮

চলতি বছরের সব চেয়ে আকর্ষণীয় আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ শুরু হবে আইপিএলের পরেই। ডন ব্র্যাডম্যানের দেশে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বৈরথ। আইপিএল খেলেই সে দেশে উড়ে যেতে হবে ভারতীয় ক্রিকেটারদের। বিরাট কোহালির অন্যতম অস্ত্র মহম্মদ শামি মনে করছেন, আইপিএল খেলে যে ছন্দ পাওয়া যাবে, তা কাজে দেবে অস্ট্রেলিয়া সফরে।

আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলছেন শামি। দুবাই থেকে তিনি সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ায় যারা যাবে, তাদের বেশির ভাগই আইপিএল খেলছে। এটা খুব ভাল ব্যাপার। নভেম্বরে অস্ট্রেলিয়ায় পা দেওয়ার সময় আমাদের শরীর এবং ক্রিকেটীয় ছন্দ ঠিক জায়গায় থাকবে।’’ ১০ নভেম্বর আইপিএল শেষ হওয়ার পরেই অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার কথা কোহালিদের। যেখানে প্রথমে টি-টোয়েন্টি, তার পরে টেস্ট এবং সব শেষে ওয়ান ডে সিরিজ
খেলবে কোহালির ভারত।

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। তার আগে বিশ্বের অন্যতম সেরা পেসার শামি বলেছেন, ‘‘ও রকম একটা বড় সফরের আগে আমরা যে আইপিএল খেলে নিতে পারছি, এতে ভালই হবে। আইপিএল বাদ দিলে আমাদের অস্ট্রেলিয়া সফর নিয়েই জোর আলোচনা চলছে। সবাই ওই সিরিজটা নিয়ে কথা বলছে। ভাল একটা লড়াই হবে।’’

এ বারের আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। যেখানে তিনটে কেন্দ্র— দুবাই, আবু ধাবি এবং শারজায় ম্যাচ হবে। শামি মনে করছেন, এ বারের যাতায়াতের ধকলটা কম হবে। ভারতীয় পেসারের কথায়, ‘‘মানছি, পরপর ম্যাচ থাকবে। তা ছাড়া ট্রেনিং আছে, একটা কেন্দ্র থেকে আর একটা কেন্দ্রে যাওয়া আছে। কিন্তু তাও বলব, এ বারে যাতায়াতের ধকলটা কমই হবে। বড় জোর বাসে দু’ঘণ্টা দূরত্বে যেতে হবে এক-আধটা ম্যাচ খেলতে। বিমানে করে এক কেন্দ্র থেকে আর এক কেন্দ্রে যাওয়ার ব্যাপারটা নেই।’’

পঞ্জাব ছেড়ে আর অশ্বিন এ বার দিল্লি ক্যাপিটালসে চলে যাওয়ার পরে শামিই দলের সব চেয়ে অভিজ্ঞ বোলার। তাঁকেই নেতৃত্ব দিতে হবে বোলিং আক্রমণের। নিজের ভূমিকা নিয়ে শামি বলেছেন, ‘‘আমি সব সময় নিজের ভূমিকা ঠিক মতো পালন করার চেষ্টা করি। মাঠে নেমে একশো শতাংশ দিই। আমি পরিস্থিতি অনুযায়ী বল করব।’’ যোগ করেন, ‘‘তবে স্ট্রাইক বোলার হিসেবে উইকেট নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। এতে দলও উপকৃত হবে।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us