শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে সবুজ মাল্টা চাষে নিরব বিপ্লব শুরু হয়েছে। পাহাড়ি উঁচুনিচু টিলা আর টিলা ঘেষা পতিত জমিতে অনেকেই ঝুঁকছেন মাল্টা চাষে। ফলটি খুব লাভজনক ও সুস্বাধু হওয়ায় জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে মাল্টা চাষ। দেশীয় প্রযুক্তিতে চাষকৃত এসব মাল্টার চাহিদাও রয়েছে বেশ। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ি অঞ্চলের মাটি সুনিষ্কাশিত, উর্বর, মধ্যম থেকে দোঁ-আশ এবং এখানকার আবহাওয়া শুষ্ক ও উষ্ণ হওয়ায় এখানে সাইট্রাস (লেবু) জাতীয় ফল চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।