সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর নিকেতনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। শনিবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসিন আরা এ আদেশ দেন। লালবাগ থানার মানবপাচার আইনে দায়ের করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া তার জামিন শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন।