সাত বছরে ৬৬ বার অপারেশন!

ইত্তেফাক প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৯

শার্লট এভান্সের বয়স মাত্র ১৯। ১২ বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হন শার্লট। এরপর থেকে গত সাত বছরে ৬৬ বার অপারেশন হয়েছে তার! প্রথম যখন অসুস্থ হয়ে পড়েন তখন তার শরীরের কোনো কোনো অংশ ফুলে যেতে শুরু করে। এই ফোলা ভাব থেকে যায় মাসের পর মাস। সেই রোগের চিকিত্সা করতেই এত বার ছুরি-কাঁচির সামনে যেতে হয়েছে তাকে।

অথচ ১২ বছর পর্যন্ত তার কোনোরকম শারীরিক সমস্যাই ছিল না। নিয়মিত থিয়েটারে নাচের অনুষ্ঠান করতেন। এরপর হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। শরীরে ব্যথা থেকে তার অসুস্থতার লক্ষণ প্রকাশ পেতে থাকে। কিন্তু কোনো চিকিত্সকই তার সমস্যা চিহ্নিত করতে পারেনি। একপর্যায়ে তার সমস্যাকে চিকিত্সকরা ‘অ্যাকিউট কম্পার্টমেন্ট সিনড্রোম’ হিসেবে ধারণা করেন। তখন তার ফুলে যাওয়া জায়গাগুলো কেটে ছিদ্র করে চাপ কমানোর ব্যবস্থা করা হয়। এভাবেই চলছে তার জীবন।

শরীর কেটে কেটে ছিদ্র করতে করতে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে তার পা পর্যন্ত কেটে ফেলার পরিস্থিতি হয়েছিল। তবে শেষ পর্যন্ত পা আর কাটতে হয়নি। এমনও হয়েছে তাকে টানা সাত মাস হাসপাতালে থাকতে হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us