গাজীপুরে তরল লোহা ছিটকে ৫ শ্রমিক দগ্ধ

এনটিভি প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ২১:১০

গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিলের এক কারখানায় আজ শুক্রবার ভোরে উত্তপ্ত তরল লোহা ছিটকে পাঁচ শ্রমিক দ্বগ্ধ হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পশ্চিম থানাধীন মিল গেইট এলাকায় অবস্থিত এস এস স্টিল প্রাইভেট লিমিটেড কারখানায় বৃহস্পতিবার রাতের শিফটে শ্রমিকরা কাজ করছিলেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উৎপাদন কাজ চলাকালে কারখানার বয়লারে গালানোর সময় তপ্ত তরল লোহার স্ফুলিঙ্গ ছিটকে কয়েকজন শ্রমিকের ওপর পড়ে। এতে দুলাল শেখ (৪৫), রিপন চন্দ্র মোহন্ত, মোজাম্মেল হক (২২), নিলয় চন্দ্র বর্মণ (২৪) ও আজহারুল ইসলাম (২৪) নামের পাঁচ শ্রমিক দগ্ধ হন। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us