নারী পাচারের অভিযোগে জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী সোহাগ গ্রেপ্তার
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৪
নারী পাচারকারী একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) রাতে সিআইডির ঢাকা মেট্রো উত্তর বিভাগের কর্মকর্তারা গ্রেপ্তার করেন তাকে।
সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শেখ রেজাউল হায়দার আরটিভি নিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। ‘ধ্যাততেরিকি’ সিনেমায় নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সোহাগ। সোহাগ ড্যান্স ট্রুপ নামে একটি ড্যান্স কোম্পানি আছে তার। তার দলের শিল্পীরা বিভিন্ন করপোরেট অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন।