জিনিয়া অপহরণ মামলায় রিমান্ড শেষে কারাগারে লুপা

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে নিখোঁজ হওয়া ফুল বিক্রেতা শিশু জিনিয়া অপহরণ মামলায় গ্রেপ্তার হওয়া নূর নাজমা আক্তার লুপা তালুকদারকে (৪২) রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের এসআই মো. শাহজাহান মিয়া দুই দিনের রিমান্ড শেষে লুপাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে আতাহার হোসেন ফরাজী জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, লুপা নির্দোষ। তিনি পরিস্থিতির শিকার। জামিন দিলে তিনি পলাতক হবেন না।

রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শরিফুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৮ সেপ্টেম্বর লুপার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন আদালত জিনিয়াকে তার মা সেনুরা বেগমের জিম্মায় রাখার আদেশ দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us