‘আর কত জোড়া দিব বিরিজের মইধ্যে’

ইত্তেফাক প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ২০:১৭

ভোট দেই মেম্বার-চেয়ারম্যান বানাই, তাগো উন্নয়ন হয় কিন্তু রাস্তা-ঘাটের উন্নয়ন হয় না। আজ বছরখানেক যাবত বিরিজডার বেহাল দশা, আমরাই পাটাতন বিছাইছি। কিন্তু থাকে না। আর কত জোড়া দিবো বিরিজের মইধ্যে। বড়ো যান চলতে পারে না। রাত-বেরাত হেঁটে চলাই দায়।’ ভাঙা ব্রিজটির পাশে দাঁড়িয়ে এমনটাই বলছিলেন মানিকগঞ্জ শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ফজর উদ্দিন।


শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের কয়রা এলাকায় রূপসা বাজারের পশ্চিমে এলজিইডির নির্মীত এই সেতুটির অবস্থান। শিবালয় উপজেলার আরুয়া, শিমুলিয়া, উথুলী, মহাদেবপুর ইউনিয়ন এবং হরিরামপুর উপজেলার ঝিটকা, বাল্লা, মাচাইন ইউনিয়নের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার এটিই একমাত্র সড়ক। সেতুটি ভারো থাকায় হাজারো যানবাহন চলাচল করত প্রতিনিয়ত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us