আমাজনের গভীরে উপজাতিদের নিয়ে কাজ করতে গিয়ে তীরবিদ্ধ হয়ে মারা গেছেন ব্রাজিলের এক কর্মকর্তা। তীরটি তার বুকের গভীরে বিদ্ধ হয়। ব্রাজিলের উত্তর-পশ্চিমের প্রত্যন্ত রাজ্য রনডোনিয়ায় গত বুধবার এ ঘটনা ঘটে বলে শুক্রবার জানায় বিবিসি।
নিহত রিয়েলি ফ্রান্সিসকার্তোর বয়স ৫৬ বছর। সরকারের আদিবাসী সংস্থার এ কর্মকর্তা নিজ দায়িত্বের অংশ হিসেবে আমাজনের গভীরে একটি আদিবাসী এলাকা পর্যবেক্ষণে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্রান্সিসকার্তো কয়েকজন পুলিশকে সঙ্গে নিয়ে উপজাতিদের এলাকা পরিদর্শনে গিয়ে উপজাতিদের একটি দলের মুখোমুখি পড়ে যায়। মারমুখি অবস্থায় থাকা উপজাতিদের দলটি তাদের দেখামাত্র তীর ছুড়তে শুরু করে।
ফ্রান্সিসকার্তো ও তার দল দৌড়ে একটি গাড়ির পেছনে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। কিন্তু শেষরক্ষা হয়নি। একটি তীর সরাসরি ফ্রান্সিসকার্তোর বুকে বিদ্ধ হয়।