আমাদের দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে বাকিটা সময়ও ভালো কাটতে বাধ্য। আর দিনের শুরু যদি হয় অস্বস্তি দিয়ে তাহলে সারাদিন একটা খারাপ লাগা কাজ করবে। তবে আমরা সবাই চাই যে দিনটা যেন ভালো কাটে এবং কারো সাথে যেন মনোমালিন্য সৃষ্টি না হয়, অফিসে সবার সাথে মানিয়ে চলা যায়, খুব বেশি চাপ যেন না হয় ইত্যাদি।
আসলে আমাদের চাওয়ার কোন শেষ নেই, সেই হিসাবে তালিকা করলে সহজে ফুরাবে না। কিন্তু চাওয়ার সাথে সাথেই আমাদের তো কিছু কষ্ট না করলে সেই চাওয়াগুলো সহজে পূরণ হবে না। আর সে কারণে,আমরা যা চাই তা পেতে গেলে কিছুটা দায়িত্ব আমাদের নিজেদেরও নিতে হবে। সেজন্য সকালের একটা ভালো রুটিন আপনার চাওয়া পাওয়া পূরণ করতে পারে। সকালের রুটিন তৈরি করে সেভাবে চলতে হবে। দিনের শুরুতে চারটি কাজ আপনাকে সারাদিন ভালো রাখবে।