অতিদরিদ্রদের জন্য সরকারের যে কর্মসংস্থান কর্মসূচি রয়েছে, তার টাকাও এখন মাঠপর্যায়ে যাচ্ছে না। করোনার এ সময়ে সংকটে রয়েছেন এসব মানুষ। সঞ্চয় ভেঙে খাচ্ছেন অতিদরিদ্ররা।
সরকারি ভাতা পান এমন অতিদরিদ্ররা সঞ্চয় ভেঙে খাচ্ছেন। ফলে তাঁদের ব্যাংক হিসাবে জমা টাকার পরিমাণ প্রতিনিয়ত কমছে। আবার করোনার কারণে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির তহবিলও মাঠপর্যায়ে যাচ্ছে না। ফলে বড় ধরনের সংকটে পড়েছেন অতিদরিদ্র মানুষেরা। বাংলাদেশ ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তির আওতায় বিশেষ হিসাবের যে তথ্য প্রকাশ করেছে, সেখানে এ চিত্র উঠে এসেছে।