চুল ঘন করতে যেমন ক্যাস্টর অয়েলের জুড়ি নেই, তেমনি ত্বকের যত্নেও এটি অনন্য। নিয়মিত এই তেল ত্বকে ম্যাসাজ করলে বলিরেখা দূর হয় ও ত্বক প্রাণবন্ত হয়। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে এই তেল ব্যবহার করবেন।
শুষ্ক ত্বকে ৬ ফোঁটা তিলের তেলের সঙ্গে ২ ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন। তৈলাক্ত ত্বকের যত্নে ৬ ফোঁটা জোজোবা অয়েলের সঙ্গে ২ ফোঁটা ক্যাস্টর অয়েল ও স্বাভাবিক ত্বকের জন্য ৬ ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে ২ ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। প্রাকৃতিকভাবে ত্বক ময়েশ্চারাইজ করার পাশাপাশি এটি দূর করবে বলিরেখা। তেল ম্যাসাজ করার পর একটি পাতলা গরম কাপড় ত্বকের উপর রেখে দিন। দুই মিনিট পর মুছে ফেলুন ত্বক।
১ টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন