বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) সম্প্রতি করোনার জিনোম সিকোয়েন্স করে জানতে পেরেছে যে, সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে প্রায় দ্বিগুণ গতিতে করোনা তার রূপ বদলাচ্ছে। প্রশ্ন উঠেছে করোনার রূপ যদি এভাবে পাল্টাতে থাকে,তাহলে ট্রায়ালে থাকা ভ্যাকসিনের কার্যকারিতা কি থাকবে? এ নিয়ে বিশেষজ্ঞদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন— ক্যাটাগরি বদলে গেলে অ্যান্টিবডি বদলাতে পারে। আবার কেউ বলছেন— দ্রুত পরিবর্তনের কারণে নির্দিষ্ট স্টেজ থেকে ভ্যাকসিন ফের মোডিফাই করা লাগতে পারে। কেউবা বলছেন— ভ্যাকসিনের কার্যকারিতার ওপর এর প্রভাব পড়বে না।
বাংলাদেশে করোনাভাইরাসটি অনেক দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে। বিশ্বে করোনাভাইরাসের রূপান্তরের হার ৭ দশমিক ২৩ শতাংশ, সেখানে বাংলাদেশে করোনাভাইরাষৈল রূপান্তরের হার ১২ দশমিক ৬০ শতাংশ। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জিনোমিক রিসার্চ ল্যাবরেটরির এক দল গবেষক এ তথ্য জানিয়েছেন।