চোখে-মুখে অভাব অনাটনের ছায়া। ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে কখনও তিলের খাজা, কখনও ঝুরি ভাজা, কখনও হাতপাখা-রুমাল, আবার কখনও কলা কিংবা অন্যান্য ফলমূল ফেরি করে বিক্রি করেন। হতদরিদ্র মানুষটি শেষ কবে নিজের গায়ের পোশাক কিনেছেন তাও বলতে পারেন না। প্রাইমারি পর্যন্ত লেখাপড়া করলেও অভাব...