ফেইসবুকে ছদ্মবেশ ধারন করে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুলাল খাঁ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় হয়রানির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও গ্রামীণ ফোন কোম্পানির ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
দুলাল খাঁ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের আলেপ খাঁর ছেলে। পিবিআই যশোর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় এসআই রেজোয়ানের নেতৃত্বে একটি চৌকস দল বুধবার দুপুর ১২টার পর তাকে গ্রেপ্তার করে। গোপালগঞ্জ জেলায় দুলালের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।