নেত্রকোনায় এক মাসে ২ নৌ-দুর্ঘটনা, ২৮ জনের প্রাণহানি

যুগান্তর প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ২২:৩১

মাত্র এক মাস ৪ দিনের ব্যবধানে নেত্রকোনায় দুই নৌ-দুর্ঘটনায় ২৮ জনের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। সর্বশেষ বুধবার কলমাকান্দার গুমাই নদীতে ট্রলারডুবিতে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে ৫ আগস্ট জেলার মদনে ট্রলারডুবির ঘটনার ১৮ জনের লাশ উদ্ধার করা হয়।

নেত্রকোনার কলমাকান্দার গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনা তদন্তে নেমেছে নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলা পুলিশ। পাশাপাশি নেত্রকোনা জেলা প্রশাসনের এডিএম মাহমুদুল হাসানকে প্রধান করে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানাকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নৌকার বেঁচে যাওয়া যাত্রী মধ্যনগরের মাছ ব্যবসায়ী মোফাজ্জল হোসেন বলেন, একজন যাত্রী নদীর পাড় থেকে ডাক দেয়ায় হঠাৎ করে তাদের বহনকারী ট্রলারটি ঘুরিয়ে ফেলে। এ সময় বালুবাহী ট্রলারটি ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রলারটি মুহূর্তের মধ্যে উল্টে যায়। আমি কোনোভাবে জানালা দিয়ে বের হয়ে আসি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us