পাকিস্তান দলে কোন্দল : খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন সরফরাজ!
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ২২:২৪
ইংল্যান্ড সফরে টেস্ট এবং টি-টোয়েন্টি- উভয় ফরম্যাটেই পাকিস্তান দলে প্রধান উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ দলে থাকলেও ছিলেন সাইডবেঞ্চে।
সরফরাজ আহমেদকে কেন সাইডবেঞ্চে বসিয়ে রেখে পানি টানানোর কাজ করানো হয়েছে- তা নিয়ে ক্ষেপেছিলেন শোয়েব আখতারের মত সাবেকরা।
সেই সরফরাজ পুরো সফরে খেলেছেন একটি মাত্র ম্যাচ। পাকিস্তান টিম ম্যানেজমেন্টই তাকে খেলাতে চেয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে একেবারে শেষ টি-টোয়েন্টি ম্যাচে। তবে সেই ম্যাচে আর খেলতে রাজি ছিলেন না সরফরাজ। যদিও শেষ পর্যন্ত খেলেছেন। কিন্তু তিনি যে খেলতে চাননি, সে বিষয়টা ফাঁস হয়ে যাওয়ার পর এখন তুমুল সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।