ভারতীয় একটি গোয়েন্দা ড্রোন নিয়ন্ত্রণ রেখা (এলওসি) লঙ্ঘন করে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পড়েছিলো বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ড্রোনটি গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। বুধবার এক বিবৃতিতে পাক সেনাবাহিনী জানায়, দেশটির আকাশ সীমার ৫০০ মিটার ভিতরে প্রবেশ করেছিলো ড্রোনটি। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতায় সেটিকে ভূপাতিত করা হয়েছে। চলতি বছরে পাকিস্তান এ নিয়ে ভারতের ১১টি ড্রোন ধ্বংস করেছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।
এ বিষয়ে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।