নীলফামারীর সৈয়দপুরে উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তির ভাঙা অংশের দাম ৯২ লাখ ২৫ হাজার টাকা। আজ বৃহস্পতিবার জেলা জুয়েলার্স মালিক সমিতির মাধ্যমে পরীক্ষার পর এ তথ্য জানায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার বিকেলে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের চৌমুহনী বাজার মোড় থেকে কষ্টিপাথরের মূর্তির ভাঙা অংশসহ রওশন সরকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রওশন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচী মাস্টারপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। এ ঘটনায় রওশন সরকারসহ পাঁচজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে সৈয়দপুর থানায় একটি মামলা করা হয়। পরে রওশনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।