আজ কয় তারিখ? এ প্রশ্নের জবাবে হয়তো আপনি বলতে পারেন ‘দশ-নয়-বিশ’! এর বিপরীতে আপনাকে ‘তুমিও কনফিউজিং?’ কথাটা শুনতে হতে পারে! কারণ, পুরো তারিখটা কারো মুখে শুনলে মনে হবে ‘দশ নাকি বিশ’ তারিখ আজ তা নিয়ে আপনিও কনফিউজিং!
আজ সেপ্টেম্বরের ১০ তারিখ। আর বছরের বছরের নবম মাস হচ্ছে সেপ্টেম্বর। তাছাড়া এখন যে ২০২০ সাল চলছে তা তো সবারই জানা। অংকে পুরো তারিখটা লিখতে হবে এভাবেই– ‘১০-০৯-২০’ কিংবা ‘১০-০৯-২০২০’। বিষয়টা মজার না?
চলতি বছরের ফেব্রুয়ারিতে আরেকটি মজার তারিখ ছিল। সেদিন তারিখে ছিল মাত্র দু’টি সংখ্যা। সম্পূর্ণ তারিখটি লিখতে হলে দুটি সংখ্যাই চার বার ব্যবহার করতে হয়েছিল।