পাটের ভালো ফলন এবং বাজারে ভালো দাম থাকায় এবার চাষিদের মুখে হাসি ফুটেছে। এ প্রসঙ্গে নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের সরাটারী গ্রামের পাট চাষী আজগার আলী বলছিলেন, ‘পাটা (পাট) এবার হাটোত (বাজার) নিগির নাগে না বাহে, বাড়িত থাকি পাইকারের ঘরে দরদাম করি নিয়া যায়ছে।’