ক্যাম্প ন্যুতে আগুন আগে থেকেই জ্বলছিল। লিওনেল মেসির বার্সার ছাড়ার চেষ্টা সেই আগুনে ঢেলেছিল ঘি। পরে মেসি বার্সায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বার্সার আগুন নেভেনি। বরং মেসি আগুনে দিয়েছেন বাতাস। ক্লাব প্রেসিডেন্ট মারিও বার্তামেউয়ের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। বার্তামেউ তাই আছেন বড় সংকটের সামনে।