শেরপুরে প্রথমবার করোনা শনাক্তের চার মাস পর পুনরায় এক নারী চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছেন। দ্বিতীয় দফায় আক্রান্ত এই চিকিৎসক হলেন জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তানজিনা মাহবুব।
বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে জেলার সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ প্রথম আলোকে এ তথ্য জানান। ওই চিকিৎসক ছাড়াও জেলার নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া গ্রামের ৭০ বছর বয়সী এক কৃষকের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৪৫০ জনে। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৯৬ জন। আর মারা গেছেন ৯ জন।